রোববার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন ও আমাদের করণীয়’ শীর্ষক একটি টক শো অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগিতায় ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত এফএসটিআইপি প্রকল্পের অধীনে ‘নারী ও কন্যা শিশু নির্যাতনের বিরুদ্ধে ১৬ দিন ব্যাপি’ কর্মসূচি পালন উপলক্ষে এই টক শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঋতু। মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। টক শো আলোচনায় দুই দলে ৩ জন করে মোট ৬ জন (নারী ও পুরুষ) অংশগ্রহণ করেন। টক শো অনুষ্ঠানটি রাইটস যশোর ফেসবুক আইডি থেকে সরাসরি সম্পচারিত হয়। শুরুতে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. আজহারুল ইসলাম কর্মসূচির তাৎপর্য এবং নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন। জনপ্রতিনিধি, ইউপি সচিব, কাজী, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র—ছাত্রী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। — সংবাদ বিজ্ঞপ্তি