বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নারী উদ্যাক্তাদের উন্নয়নের ক্ষেত্র সমুহ চিহ্নিত করণের লক্ষে ষ্টেক হোলডারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হযেছে। কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আছাদ।
মঙ্গলবার বেলা ১০ টায় ধানসিড়ী হলরুমে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিগিটি প্রকল্পেরে আওতায় ইউএসএআইডি এর অর্থায়নে জাগরণী চক্র ফাউন্ডেশন বাগেরহাট জেলার ৩ টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে।
কর্মশালায় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খাতুন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. ছাহেবআলী, ফকিরহাট মহিলা বিষয়ক কর্মকর্তা তাহেরা খাতুন, জাগরণী চক্র ফাউন্ডেশনের অশীষ কুমার চ্যাটার্জী, প্রজেক্ট ম্যানেজার আমজাদুর রশিদ পলাশ, আ্যক্ট এ্যাসোসিযেশনের পক্ষে মো. এনামুল হক প্রমুখ।