খাজুরা (যশোর) প্রতিনিধি : নারী আর কখনো শিক্ষার সুযোগবঞ্চিত হবে না জানিয়ে যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, ‘বর্তমান সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এ লক্ষ্যেই নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছে নারীরা।’
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাঘারপাড়া উপজেলার খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোনকালে তিনি একথা বলেন। চারতলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ শেষ হলে শ্রেণিকক্ষ-সংকট দূর হবে। পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টির মধ্যে দিয়ে লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পাবে।
বেলা ১১টায় ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রুবেল রানা, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সুপার মাও. হাফিজুর রহমান প্রমুখ।
ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মথুরাপুর হাফেজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাও. সাইফুল্লাহ।