১১ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
নানা কর্মসূচিতে জাতীয় গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে দীপশিখা প্রজ্বালন, আলোর মিছিল, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

যশোরে এ উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠান, দীপশিখা প্রজ্বালন ও আলোর মিছিলের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের নেতৃত্বে টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চ থেকে একটি আলোক মিছিল রওশন আলী মঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর—৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকার দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সংবাদপত্র পরিষদ যশোরর সভাপতি মুক্তিযোদ্ধা একরাম—উদ দৌলা প্রমুখ।

এদিকে, বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে ২৫ মার্চ ভয়াল কালো রাতে সমগ্র দেশে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যযজ্ঞ, লুণ্ঠন ও নির্যাতন চালানোর ঘটনা স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ইতিহাসের বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং সেই অনুযায়ী তরুণদেরকে বর্তমান বাংলাদেশকে বিনির্মাণের আহ্বান জানান।
সোমবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রী নেত্রী কাজী রোকেয়া সুলতানা রাকা ও বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুহ—উল—আলম লেনিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল আলমও তাঁর সম্মুখ সমরের বীরত্ব গাঁথা তুলে ধরেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ প্রমুখ।

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।

সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী। সভাপতিত্ব করেন প্রফেসর মদন কুমার সাহা।

যশোর সরকারি সিটি কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ^াস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক রাম প্রসাদ মন্ডল।

যশোর সরকারি মহিলা কলেজের প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ আহসান হাবীব ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মাহাবুবা আখতার ছন্দা। অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী অধ্যাপক বি এম নাহিদ নেওয়াজ।

ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানান, ২৫ মার্চ কালরাত ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুলতলা উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, প্রকৌশলী ইয়াছির আরাফাত, খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, এসআই শফিকুল ইসলাম প্রমুখ।

কয়রা(খুলনা)প্রতিনিধিজানান, কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক—উজ—জামানের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, কয়রা থানার ওসি তদন্ত মো. টিপু সুলতান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মামুনার রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ
শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, শিক্ষার্থী মৃদ মন্ডল, তানিয়া সুলতানা ইতি প্রমুখ।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার দত্ত, অধ্যাপক মছিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ রায়, শিক্ষার্থী বুশরা ইবনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়।

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যুদ্ধ ভাসান পাদদেশ ও মঙ্গলকোট ব্রিজ সংলগ্ন যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ¦ালন করা হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।

আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা এসময়ে উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটা প্রতিনিধি জানান, পাটকেলঘাটার পারকুমিরা বধ্যভূমিতে সোমবার সকাল ৮টায় তালা উপজেলা প্রশাসন ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলদিয়ে শহীদদের প্রতি বিন¤্র শদ্ধা জ্ঞাপন করা হয়।

এদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা শচীন্দ্রনাথের সভাপতিত্বে ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই এর পরিচালনায় শহীদদের স্মরনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড শেখ আব্দুস সামাদ, অধ্যাপক স.ম আতিয়ার রহমান, এস.আই কৃষ্ণপদ সমাদ্দার, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, শাহাদাৎ হোসেন, শেখ আব্দুর রহিম, প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, রোস্তম আলী, নাসের সরদার, রাফিজা বেগমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি জানান, সোমবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, কপিলমুনি মুক্তিযোদ্ধা আঞ্চলিক কল্যাণ সমিতি, কপিলমুনি ইউনিয়ন পরিষদ, কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দির, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়,হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি এসএম আশিষ মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পল¬ী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রনজিত সরকার, অধ্যক্ষ হাবিবুল¬াহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইনস্ট্যাক্টর ঈমান উদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রভাষক মোমিন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমান, খলিলুর রহমান, কার্তিক চন্দ্র, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আসলাম হোসেন, মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সহ—সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম মিথুন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram