নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার ক্যানভাস আয়োজিত ১৭ দিনের দক্ষিণ এশীয় নাট্যোৎসবের ১১তম দিবসে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘অনাগত’। ড. আশীষ গোস্বামী রচিত এবং অভিজিৎ দাশ নির্দেশিত এই নাটকটি পরিবেশন করে ভারতের ত্রিপুরা রাজ্যের নাট্য সংগঠন ‘অভিমুখ’। ওপার বাংলার নাট্য দলের পরিবেশনায় এই নাটক ছিল অসাধারণ। মিলনায়তনে দর্শকের উপস্থিতি ছিল অনেক। মাত্র ৪০ মিনিটের এ নাটকে অভিনয় শিল্পী ৭ জন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, বাবা চরিত্রে প্রাণজিব সরকার, মা চরিত্রে অদ্বিতী দাশ, দ্বীপেন চরিত্রে অভিজিৎ দাশ, প্রথম ছেলের চরিত্রে আনোয়ার শামীম, দ্বিতীয় ছেলের চরিত্রে শাহানুর রহমান সোহাগ এবং অন্য একটি চরিত্রে কলি রহমান রাহাত।
নাটক মঞ্চায়নের পূর্বে ছোট্ট আনুষ্ঠানিকতায় ৫ গুনি ব্যক্তিকে উৎসব সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, যশোর এমএম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, বাংলা বিভাগের প্রভাষক আজিজুর রহমান, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, শিক্ষক ও সাংস্কৃতিজন মিনারা খন্দকার ও শিক্ষক নজরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আফফান ভিক্টর।
নাটকে বলা হয়, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা মানুষকে জীবনবোধ শেখায়। মানুষ জীবনকে অনেক কাছ থেকে অনুভব করতে পারে। জীবনের নানা উত্থান পতন মানুষ কাছ থেকে দেখে জীবনে চলার গতিপ্রকৃতি নির্ধারণ করতে শেখে। একা মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য নিজের মতো করে বাঁচতে পারে। তার ইচ্ছা অনিচ্ছার ভাগ কাউকে বসাতে দেয় না তার জীবনে। তার আনন্দের ভাগ নিজেই উপভোগ করে। তবে তা সাময়িক সময়ের জন্য। মানুষ তার পরিবার, সমাজ ছাড়া বাঁচতে পারে না। সামাজিক ভাবনাগুলি তাকে ভাবায়, সামাজিক অবক্ষয়গুলি তাকে যন্ত্রণা দেয়। সবশেষে সে আবার সামাজিক হয়ে উঠে। সমাজের জন্য ভাবে।