ক্রীড়া ডেস্ক : ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন ব্যক্তিগত সেঞ্চুরি এবং বাংলাদেশ হাঁটছিল জয়ের পথে। কিন্তু পা বিছিয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে উভয় সম্ভাবনাই মাটি করেছেন এই ওপেনার। এরপরই শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে নিশ্চিত জয় ছাপিয়ে শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ। দুর্ভাগ্যজনক চার রানআউটে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে তিরে গিয়েও তরী ভেড়ানো হয়নি বাংলাদেশের। লঙ্কানরা গ্রুপপর্বের শেষ ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছে।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা লঙ্কানদের সংগ্রহ ছিল ৪৯.২ ওভারে ২২৮ রান। ব্যক্তিগত সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জিং পুঁজি এসেছে বিমাথ দিনসারার ব্যাটে। ১০৬ রান করেছেন তিনি। তাদের দেওয়া লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়েছে। যদিও প্রথম দুই ম্যাচ জেতায় যুব এশিয়া কাপের সেমিফাইনালে যেতে বাধা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।