১লা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নাগরিক সেবার দাবিতে যশোর পৌরসভা ঘেরাও
নাগরিক সেবার দাবিতে যশোর পৌরসভা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : নাগরিক সেবার দাবিতে রাজপথে নেমেছেন যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডবাসী। পানি সরবরাহ নিশ্চিতকরণ, রাস্তা, ড্রেন সংস্কার ও নতুন সড়ক নির্মাণের দাবিতে বুধবার দুপুরে ওয়ার্ডবাসী যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকালে সংক্ষুব্ধ এলাকাবাসী বলেন, ‘পৌরসভা বিল নিলেও নিয়মিত পানি সরবরাহ করছে না। গত মার্চ মাস থেকে ৭ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চোপদারপাড়া সড়ক, জমাদ্দারপাড়া সড়ক, কবরখানা সড়ক, শহীদ মাহফুজ সড়কসহ সকল বাইলেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গত ২১ মার্চ সমস্যা সমাধানে স্মারকলিপি দেয়া হলেও পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি। যে কারণে তারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করছে। দাবি আদায় না হলে পৌরকরসহ সকল ধরণের সার্ভিস বিল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। এর আগে ওয়ার্ডটির বাসিন্দারা বিভিন্ন দাবি সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে শহরের তালতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে ওয়ার্ডবাসী পৌরচত্বরে এসে জড়ো হন।

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারী নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, ‘যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক চোপদারপাড়া। জেলা আনসার-ভিডিপি ক্যাম্প (কার্যালয়), যশোর কলেজ ও যশোর মেডিকেল কলেজে যাতায়াতের জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। মাত্র পৌনে এক কিলোমিটার দীর্ঘ চোপদারপাড়া সড়কে পয়ঃনিষ্কাশনের জন্যও ভালো ব্যবস্থা নেই। দুই যুগের মধ্যে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এছাড়া ওয়ার্ডে দুটি পানির পাম্প নষ্ট থাকায় দীর্ঘদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমরা পানি পাচ্ছি না। পানির অভাবে স্থানীয় ওয়ার্ড বাসিন্দারা খুবই কষ্টে আছে।

চোপদারপাড়ার বাসিন্দা এস এ নাসির শেফার্ড বলেন, সড়কটি সংস্কারের দাবিতে এর আগেও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন। গেল রমজান মাসে বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি পৌরসভার মেয়রের কাছে দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। বেজপাড়া ছায়াবিথি রোডের বাসিন্দা তসলিমুর রহমান বলেন, যশোর পৌর শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। সড়কের সঙ্গে পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা ভাল নেই। জলাবদ্ধতা শহরের আরেকটি বড় সমস্যা। বৃষ্টির পানি জমে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নাগরিক সুবিধা পাওয়া থেকেও শহরবাসী বঞ্চিত হচ্ছে।

ঘেরাও কর্মসূচি শেষে ওয়ার্ডবাসী যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসীমুল বারী অপু’র কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে প্যানেল মেয়র মোকসীমুল বারী অপু এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান বলেন, ‘অনেকগুলো রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram