নিজস্ব প্রতিবেদক : যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাসের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা এই নাগরিক শোকসভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি প্রয়াত অধ্যাপক সুকুমার দাসের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি যশোরের সাংস্কৃতিক অঙ্গনে সবার মাথার ওপরে ছায়ার মতো ছিলেন। তিনি ছিলেন বটবৃক্ষ। তার ছায়াতলে অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি আশ্রয় নিয়েছিলেন। একইসঙ্গে সত্য ও সুন্দরের প্রতীক ছিলেন তিনি।
নাগরিক শোক সভা কমিটির আহ্বায়ক হাবিবা শেফা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গবেষক গোলাম কুদ্দুছ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ, যশোর সংবাদ পত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রয়াত সুকুমার দাসের স্ত্রী শুক্লা দাস প্রমুখ। এর আগে, সুকুমার দাসের স্মরণে তার স্বরচিত গান এবং শোকগান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাতে হৃদরোগ আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে সুকুমার দাসের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ছিলেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য, পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা এবং যশোর শিল্পকলা একাডেমির সাবেক সহসভাপতি।