সমাজের কথা ডেস্ক : বাংলাদেশে ক্রমে শীতকালের আমেজ শুরু হয়েছে। শীতকাল মানেই নানা রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি। এসময় বিশেষ করে শিশু ও বয়স্করা এই সময় নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রয়োজন গরম কাপড় পরিধান করা। এসময় সাধারণত নাক, কান ও গলায় যেসব সমস্যা হতে পারে তা হলো—
শীতে গলাব্যথা হয়ে টনসিলে তীব্র প্রদাহ হতে পারে। সমস্যাটি যদি ভাইরাসজনিত হয়, তা হলে লবণপানি দিয়ে গড়গড়া করলে ও প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে ভালো হয়ে যায়। আর যদি ব্যাকটেরিয়াজনিত টনসিল প্রদাহ হয়, তা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে।
শিশুদের নাকের পেছনে এক ধরনের টনসিল থাকে, যাকে বলা হয়ে থাকে এডিনয়েড। এটি বড় হয়ে গেলে নাক বন্ধ হয়ে যায়। তাই রাতে শিশুরা মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে। শিশুর ঘুমের ব্যাঘাত ঘটে এবং রাতে ঘুমের সময় নাক ডাকতে থাকে। এ কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। এ ধরনের সমস্যা হলে নাক, কান ও গলাবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
কোনো ধরনের অ্যালার্জেন, যেমন— ধুলাবালি, গাড়ির ধোঁয়া নাকে ঢুকে যায়, তা হলে নাকে অ্যালার্জিজনিত প্রদাহ হতে পারে। এতে নাকে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ ইত্যাদি উপসর্গ হতে পারে। দীর্ঘদিন নাকে অ্যালার্জি থাকলে পলিপ হতে পারে। পলিপ দেখতে আঙুর ফলের মতো দেখায়। নাকের পলিপে নাক বন্ধ হয়ে যায়; সাইনাসের ইনফেকশন হয়ে মাথাব্যথা হতে পারে।
এ রোগের চিকিৎসা হলো অপারেশন। প্রচলিত নিয়মে অপারেশনে আবার পলিপ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আধুনিক এন্ডোস্কপিক সাইনাস সার্জারির মাধ্যমে সফলভাবে অপারেশন করা যায়।
লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি
আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল
ধানমন্ডি, ঢাকা।