সমাজের কথা ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে সেখানকার ইমামসহ এক ডজন মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার রাতে ইশার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। এ সময় আরও কয়েক জন মুসল্লিকে অপহরণ করে বন্দুকধারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রোববার এই তথ্য জানায় । তাদের মতে, রাতে ইশার নামাজের সময় গোলাগুলির সময় অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন হারুনা।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা রয়টার্সকে টেলিফোনেবলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ জন্য মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
এদিকে, ইবোনি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীরা স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের (আইএনইসি) অফিসে আগুন দেওয়ার কয়েকদিন পর, কমিশনের আরেকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এক কর্মকর্তা বলেন, “সামগ্রিকভাবে, গত চার মাসে ফেডারেশনের পাঁচটি রাজ্যে এটি ৭তম হামলা।