সমাজের কথা ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, রবিবার (৮ সেপ্টেম্বর) জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে যাত্রী ও গবাদিপশু বোঝাই লরির সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নাইজার প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা অধিদফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা হয়। বিস্ফোরণে দুটি বাহনই বিধ্বস্ত হয়েছে। এছাড়া, এতে আরও কিছু বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরাহ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
দেশটিতে প্রায়শই জ্বালানিবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ থেকে দুর্ঘটনা দেখা যায়। এর পেছনে সড়কের বেহাল দশা অনেকাংশে দায়ী।
জরুরি পরিষেবার মুখপাত্র হুসাইন ইবরাহিম বলেছেন, রবিবার ৫২ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রাদেশিক সরকার আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে।
তিনি আরও বলেছেন, ‘নিঃসন্দেহে এটি বহু বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা।’ ঘটনায় শোক প্রকাশ করেছেন গভর্নর উমারু বাগো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।