সমাজের কথা ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মার্কিন বাহিনীর অবস্থান করা একটি বিমানঘাঁটিতে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। শুক্রবার (০৩ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাইজারের জান্তারা সম্প্রতি দেশটি থেকে ইসলামি বিদ্রোহীদের মোকাবিলাকারী প্রায় এক হাজার মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর অবস্থান থাকা বিমানঘাঁটিতে রুশ সেনা মোতায়েনের ঘটনা ঘটল।
মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রুশ বাহিনী রাজধানী নিয়ামের ঘাঁটিতে উপস্থিত হয়েছে। কিন্তু তারা মার্কিন সেনাদের মুখোমুখি হয়নি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এয়ারবেজ ১০১-এ মার্কিন বাহিনী আছে। এটি নাইজার বিমানবাহিনীর একটি ঘাঁটি। সেখানকার একটি পৃথক কম্পাউন্ডে রাশিয়ার লোকজন আছে। তাদের আমাদের সরঞ্জামে অ্যাক্সেস নেই। তারা মার্কিন বাহিনীর জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি।
এই মুহূর্তে মার্কিন বাহিনীর নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না বলেও জানান লয়েড অস্টিন।