নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে রোববার রাতে মুরাদ হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নওয়াপাড়া পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুরাদ নওয়াপাড়ার সাবু হোসেনের ছেলে।
রাত ১০ টার দিকে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে অভয়নগর থানার ওসি জানিয়েছেন।