৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
নতুন চিপ নিয়ে তোলপাড়

সমাজের কথা ডেস্ক : সম্প্রতি হুয়াওয়ে তার নতুন স্মার্টফোন মেট৬০প্রো উন্মোচন করেছে, যেটিতে একটি ৫জি চিপ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনের কিরিন৯০০০এস প্রসেসরটি হুয়াওয়ের ৭ ন্যানোমিটার (এন+২) চিপ দ্বারা পরিচালিত।

হুয়াওয়ের চিপ ডেভেলপমেন্ট বিভাগ হাইসিলিকন এই চিপের ডিজাইন করেছে এবং উৎপাদন করেছে চীনের বৃহত্তম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএমআইসি।

হুয়াওয়ের ৫জি চিপ উৎপাদনের খবর পশ্চিমা মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে, ভড়কে দিয়েছে। কারণ ২০২২ সালে চীনে চিপ সরবরাহ সীমিত করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার পর পশ্চিমা মিডিয়া গুলো উন্নত চিপ উৎপাদনে চীনের সক্ষমতা হ্রাস পাবে এমন পর্যবেক্ষণ প্রচার করেছিল।

ধারণা করা হচ্ছে ভাল চিপের র‌্যাংকিংয়ে তাইওয়ানের বিশ্বসেরা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি এবং স্যামসাংয়ের উৎপাদিত সবচেয়ে উন্নত প্রযুক্তি চিপের পরপরই হুয়াওয়ের ৭ এনএম (এন+২) জায়গা করে নেবে। যদিও পশ্চিমা সরঞ্জাম ছাড়াই হুয়াওয়ে ব্যাপক আকারে এই চিপ তৈরি করার কার্যকারি দক্ষতা এবং অ্যাপলের সমতুল্য ৫জি সক্ষমতা দেখাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।

কিভাবে চীন এত উন্নত চিপ উৎপাদন করলো তার বিশ্লেষণে পশ্চিমা পণ্ডিতরা বলছেন, যুক্তরাষ্ট্র উচ্চ প্রযুক্তির চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও, পুরানো প্রযুক্তিতে তৈরি এনভিডিয়া—এর এইচ৮০০চিপস অথবা নিম্নমানের যেমন ২৮ এনএম চিপস তৈরির সরঞ্জাম ব্যবহারের সু্যোগ এখনও চীনের রয়েছে। চীনা নির্মাতা সেই পুরানো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং সহায়ক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে বলে তারা ধরণা করছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram