নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৮৩) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের রুপগঞ্জ অভিলাষ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম মোল্যা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম। সাধারণ সভায় বক্তৃতা করেন নড়াইল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: তোফায়েল শিকদার, নড়াইল জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো: জিয়াউর রহমান, সহ-সভাপতি মো: রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, কোষাধ্যক্ষ মীর ইকবাল হোসেন, সহ-সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রশিদ জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান লিটন, নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুল বিশ্বাস, শ্রমিক মোশারফ হোসেন, আলী আজগর প্রমূখ। এ সময় জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ মোল্যা, শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। সাধারন সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।
সভায় ২০২৩ সালের ২১ জানুয়ারি জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন।