নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় পরিচালিত আউট-অপ-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রুপগঞ্জ শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। নড়াইল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ও অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান ও অগ্রণী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র। এর আগে গত ১২ ডিসেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ূন কবির, নড়াইল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস. এম সাইদুর রহমান।