নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানায় ভুক্তভোগী সাংবাদিক জিহাদুল ইসলাম মামলাটি করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। বাদী জিহাদুল ইসলাম নড়াগাতী থানার শুড়িগাতী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছিল। সেখানে এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম, চ্যানেল এস-এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান, আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস সংবাদ সংগ্রহে যান। অভিযানের সংবাদ সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী, রাজীব হাওলাদারসহ অন্তত ৪০-৫০ জন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত হন জিহাদুল, ফসিয়ার, হাচিবুর ও আমানত। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামিরা।
জিহাদুল ইসলাম বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের মারধরের পাশাপাশি ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’