নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের নওয়াপাড়ায় গুণীজন-বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নওয়াপাড়ার রাব্বি কনফারেন্স রুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কলামিস্ট, শিল্পী, লেখক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
বৃহস্পতিবার বিকালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন আরটিএ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। সাংবাদিক সুনীল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অভয়নগরের ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. শেখ কেরামত আলী, যশোর জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. এম এ গফুর, নওয়াপাড়া মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম কবি ফজল মোবারকের সন্তান ফজল রাব্বি সুজন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও কবি এম এম নাজমুল হকের সন্তান কবি নাঈম নাজমুল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রণবেশ সুরের সন্তান পার্থ প্রতীম সুর, বীর মুক্তিযোদ্ধা কবিরতœ ডা সেখ নূর মহম্মদের অনুজ ভৈরব সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনী, শিক্ষক শামীম আক্তার শিমুল, স্কাউট লিডার ট্রেইনার এস এম ফারুক হোসেন, বৃক্ষ প্রেমিক কওসার আলী, প্রয়াত প্রিন্সিপাল প্রকাশ বৈদ্য সৈকতের স্ত্রী নমিতা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ফারাজীর ছেলে বিশিষ্ট ক্রীড়াবিদ রেজোয়ান ফারাজী, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা সাথী পারভীন, কণা মল্লিক, সঙ্গীত শিল্পী লক্ষী সরকার।
যাদের মরণোত্তর সম্মাননা দেওয়া হলো, তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা প্রণবেশ সুর, কবি ফজল মোবারক, নীলকণ্ঠ চ্যাটার্জী, আব্দুল হামিদ ফারাজী, কবি অধ্যাপক এম এম নাজমুল হক, ডা সেখ নূর মহম্মদ, মো.ওসমান গনি, হরেন্দ্রনাথ হালদার, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান লাভলু, তাপস কুমার কু-ু, শিক্ষক ভোলানাথ মুস্তাফী, মকবুল হোসেন, নিমাই বোস, প্রকাশ বৈদ্য সৈকত, সাংবাদিক নিজাম উদ্দীন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবু সাহা, ডা. শেখ আবুল কালাম, মরমী শিল্পী খাদিজা পারভীন, গাজী হুমায়ুন কবির, সমাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে গাজী ফেরদৌস, শেখ হাশেম আলী, কাওছার আলী, এস এম ফারুক হোসেন, সুবিমল কান্তি দাস, দুলাল নন্দী, ধলু মল্লিক, কবি বিলাল মাহিনী, বীর মুক্তিযোদ্ধা সাথী পারভীন, দিলীপ কুমার দাস, আনোয়ারা বেগম, কবি সাদিক আজগর, মাহবুব হোসেন, ডা. শেখ কেরামত আলী, এ এস এম সামছুদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ বৈরাগীকে।