অভয়নগর (যশোর) প্রতিনিধি : নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরের অভয়নগরে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে’র ফাইনালে উঠেছে রাজবাড়ী ফুটবল একাদশ। শনিবার ৪—২ গোলে তারা স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল ওঠে।
এদিন বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়। প্রথমার্ধের ৯ মিনিটে রাজবাড়ী দলের ৮নং জার্সিধারী সিজান প্রথম গোল করেন। ২০ মিনিটে সমতায় ফেরান নওয়াপাড়া দলের ১৩নং জার্সিধারী খেলোয়াড় হাবিবুল্লাহ। ৪১ ও ৪৫ মিনিটে রাজবাড়ী দলের ৯নং জার্সিধারী খেলোয়াড় রজিম দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে রাজবাড়ী দলের ৬নং জার্সিধারী খেলোয়াড় বোরহান দলের পক্ষে ৪র্থ গোল করেন। গোল পরিশোধে মরিয়া নওয়াপাড়া দলের পক্ষে ২৩ মিনিট ২য় গোল করেন ৯৯নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় বেলাল। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে রাজবাড়ী দলের ৭নং জার্সিধারী খেলোয়াড় সুজন শরিফের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান প্রমুখ।
আজ রোববার দ্বিতীয় সেমিফাইনাল খেলা একই মাঠে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এতে যশোর শামসুল হুদা একাডেমির মুখোমুখি হবে খুলনার শেখ কামাল স্মৃতি সংসদ। আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফাইনাল খেলার মধ্যদিয়ে এবারের টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর—৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।