সমারসেটের বিপক্ষে কাউন্টি ম্যাচে দারুণ বোলিং করছেন সাকিব আল হাসান। সারের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে দলে বড় অবদান রেখেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেতো আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার ঘূর্ণিজাদুতে খেই হারিয়েছে সমারসেটের ব্যাটাররা। তৃতীয় দিন শেষে সাকিবের বোলিং তোপে পড়ে সমারসেট ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯৪ রান। সাকিব নিয়েছেন চারটি উইকেট। শুধু তাই নয়, প্রথম শ্রেণীর ক্রিকেট সাকিব ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
টন্টনে প্রথম ইনিংসে মাত্র ৪ রানের লিড নেয়া সারে। ৪ রানে পিছিয়ে থেকে সমারসেট ব্যাটিংয়ে নেমে সারের বোলারদের তোপের মুখে পড়ে। বিশেষ করে বাংলাদেশের অলরাউন্ডার তোপ দাগান। ১২তম ওভারের বল হাতে নেয়া সাকিবের দারুণ বোলিংয়ে ১২২ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। ১৫৩ রানে পড়ে ৯ উইকেট। এরপর ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন মিলে ১৯৪ পর্যন্ত নিয়ে দিন শেষ করেন।
ক্রীড়া ডেস্ক : সাকিব দ্বিতীয় ইনিংসে ২৫ ওভার বল করে ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন। আর তাতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও সাকিবের শিকার ছিল চারটি উইকেট। সাকিবের দারুণ বোলিংয়ে সমারসেট ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করায়।
জবাবে খেলতে নেমে সারে ৩২১ রান করতে পারে। বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন সাকিব। ২৪ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর ৪ রানে পিছিয়ে থেকে সমারসেট তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে।