লাবুয়াল হক রিপন : খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র সয়াবিন তেলের একটি বড় চালান আটক করেছে প্রশাসন। টিসিবি চিহ্নিত দুই লিটারের ১০৮ বোতল সোয়াবিন তেল গতকাল রাতে যশোর শহরের হাটচান্নি থেকে উদ্ধার হয়। এ সময় আটক হয় দুজন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাসের নেতৃত্বে যশোর শহরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের আলুপট্টির রেজাউল স্টোরে এই অভিযান চলে।
সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাঁশতলার বাসিন্দা রেজাউল স্টোরের মালিক রেজাউল ইসলামের ছেলে দাউদ হোসেন এবং যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মেসার্স লোকনাথ ভান্ডার স্বত্বাধিকারী গৌরাঙ্গ পাল বাবুর ছেলে বৃšত্ম কুমার পাল আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যশোর শহরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের আলুপট্টিতে মেসার্স রেজাউল স্টোরে বিপুল পরিমাণে খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র সয়াবিন তেল রয়েছে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাসের নেতৃত্বে রেজাউল স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সেই দোকান থেকে ১০৮ বোতল অর্থাৎ ২১৬ লিটার খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ (টিসিবি)র সয়াবিন তেল উদ্ধার হয়।
খবর পেয়ে একে একে সেখানে উপস্থিত হন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার কেএম আবু নওশাদ, দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস এবং সদর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল আলিম প্রমুখ।
আটক হওয়া রেজাউল স্টোরের মালিকের ছেলে দাউদ হোসেন জানান, মেসার্স লোকনাথ ভান্ডার নামক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র ডিলার গৌরাঙ্গ পাল বাবুর কাছ থেকে ১০৮ বোতল খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সয়াবিন তেল কেনা হয়েছে। সুযোগ পেলে তেলগুলো বোতল থেকে ঢেলে ব্যারেলে ঢুকানো হতো।
আটক কুমার পাল বলেছেন, তার পিতা গৌরাঙ্গ কুমার বাবু পাল ওই তেল রেজাউল স্টোরে বিক্রি করেছেন।
যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার কেএম আবু নওশাদ বলেছেন, গরীবের জন্য দেয়া খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ সয়াবিন তেল বিক্রির জন্য রাখার অপরাধে তাদের বিরম্নদ্ধে মামলা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস বলেছেন, আটককৃতদের বিরম্নদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।
উল্লেখ্য, টিসিবির ডিলার গৌরাঙ্গ কুমার বাবু পালের বিরম্নদ্ধে কিছুদিন আগে এক ব্যক্তিকে চাঁদা দাবিতে আটক রেখে মারপিটের ঘটনায় পুলিশ আটক করে এবং থানায় মামলা হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছে, টিসিবির ডিলার বাবু পাল দীর্ঘদিন ধরে ভোক্তাদের না দিয়ে খোলা বাজারে বিক্রি করছে।