সমাজের কথা ডেস্ক : মুন্সিগঞ্জের ‘মানা বে’ বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। ৬ হাজার বর্গফুট বিস্তৃত এই পার্ক করা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রামে। গত শুক্রবার দর্শক ও দর্শনার্থীদের জন্য পার্কটি উন্মুক্ত করা হয়েছে।
ঢাকা থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটিতে সব বয়সী মানুষের জন্য বৈচিত্র্যময় আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, আগ্নেয়গিরি শো, লেজি রিভার, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন, একটি কৃত্রিম নদীসহ সর্বমোট ১৭টি রাইড রয়েছে।
<< আরও পড়ুন >> ৪ বছরে চৌগাছা—ঝিকরগাছায় ৬০০ কোটি টাকার উন্নয়ন
পার্কে প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকেট ৬০০০ (উচ্চতা ৪ ফুটের ওপরে) এবং শিশুদের ৩০০০ টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা) নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। উচ্চতায় ৩ ফুটের নিচের শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এই টাকায় ওয়াটার পার্কে প্রবেশসহ দিনব্যাপি আনলিমিটেড ১৭টি রাইড এক্সপ্লোর করতে পারবেন দর্শনার্থীরা।