ঝিকরগাছা পৌর প্রতিনিধি : দেশে কোনো রাস্তা আর কাঁচা থাকবে না বলে মন্তব্য করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। শনিবার বিকেলে ঝিকরগাছার বল্লা বাজার হাইস্কুলের পেছনে সলিং রাস্তা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) বিশেষ প্রকল্পের আওতায় জসিমের দোকান হতে হিন্দুপাড়া হয়ে পাকা রাস্তা পর্যন্ত এ সড়ক নির্মিত হয়েছে। একই সাথে বল্লা বাজার মসজিদের বাড়ি থেকে নজরুলের বাড়ি পর্যন্ত পাকা সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
সংসদ সদস্য বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষে রা¯ত্মা ঘাট উন্নয়ন করছে সরকার। দেশে কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার পদ্মা সেতু করেছে, মেট্রোরেল করেছে। রাস্তাঘাট-সেতু করেছে, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার আগামীতে দেশে আরও কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, ঝিকরগাছা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খাইরুজ্জামান, বল্লা দাখিল মাদরাসার সভাপতি নজরুল ইসলাম, বলস্না বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক রেজা নুর।
অনুষ্ঠান পরিচালনা করেন বল্লা যুব সমাজ ও গ্রামবাসী কমিটির আহবায়ক আজাহারুল ইসলাম মিথুন।