এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে, পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে। এই সাফল্য নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এমপি শাহীন চাকলাদার আরো বলেন, বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বের কারণে সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা এখনো অপরিহার্য। তাই ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।
শনিবার বিকেলে কেশবপুর উপজেলার খোপদহি ফতেপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খোপদহি ফতেপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় খোপদহি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার শাহীনুর রহমান শাহীন, ইউপি সদস্য তহমিনা বেগম, যুবলীগনেতা মফিজুর রহমান মোড়ল, রুমিচা বেগম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশীদ, কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেন বিশ^াস, আওয়ামী লীগনেতা সাঈদুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না প্রমুখ।
পরে প্রধান অতিথি সংসদ সদস্য শাহীন চাকলাদার পরচক্রা ও হিজলডাঙ্গায় দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।