সমাজের কথা ডেস্ক : ‘স্বাধীনতাবিরোধীরা এখনও বিভিন্নভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের প্রেতাত্মারাই এখনও অঘটনের চক্রান্ত করছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২০ অক্টোবর শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাজার বছরের বাঙালির সংস্কৃতি নির্বিঘ্নে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার। দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘গুটিকয়েক মানুষ আছে যারা সবসময় বিরোধিতা করে। বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো তার বিরুদ্ধে তারা রয়েছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতকারী সংখ্যায় খুবই কম। তারপরও তারা এমন ঘটনা ঘটিয়ে থাকে। সেজন্যই সবসময় সজাগ থাকে আমাদের নিরাপত্তা বাহিনী।’