এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে তাঁরই সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যে স্বপ্ন বুকে লালন করে আমাদের পূর্বসূরীরা তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ রচনা করে গেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন, লাল সূর্য খঁচিত সবুজ পতাকার জন্ম দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনাকেই দরকার।
গতকাল বিকেলে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পশ্চিম সারুটিয়া, ব্যতিখোলা ও সান্তনা গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেশপ্রেমের কারণেই দেশে আজ এতো উন্নয়ন সম্ভব হয়েছে। সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াতপন্থীরা সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাব হোসেন বিশ্বাস, জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু, উপজেলা ছাত্রলীগনেতা মুন্না হোসেন মুন্না, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ।