শুভ জন্মদিন। দৈনিক সমাজের কথা’র আজ ১৬তম জন্মদিন ।দেড় দশক পার করে আজ শুরু হলো ১৬তম বর্ষের পথচলা। সকলের সহযোগিতায় ‘মানুষের কল্যাণে’র শ্লোগানে যাত্রা শুরু করা পত্রিকাটি অতিক্রম করলো দেড় দশকের মাইলফলক। আজকের এই শুভক্ষণে আমাদের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, বিপণন কর্মী, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।
পনের বছর কম সময় নয়। দীর্ঘ এসময় পেরিয়ে আমরা আজও আমাদের যাত্রা পথে প্রতীতি ও প্রত্যয়ে সঙ্কল্পবদ্ধ। জন্মলগ্ন থেকেই দৈনিক সমাজের কথা স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এই চেতনাকে ধারণ করে পথ পরিক্রমায় আমরা অসীম সাহসিকতা এবং নীতি নিষ্ঠাই অবলম্বন করে আসছি। পরম করুণাময়ের একান্ত সহায়তা এবং লাখ লাখ পাঠকের শুভেচ্ছ নিয়ে আমরা আমাদের এই অভিযাত্রা অব্যাহত রাখবো। পাঠকের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই অদম্য অঙ্গীকার।
‘দৈনিক সমাজের কথা’ নামে একটি নতুন পত্রিকা আজ থেকে পনের বছর আগে যাত্রা শুরু করে। ২০০৮ সালের ১৪ অক্টোবর এক ঝাঁক উদীয়মান তরুণ সাংবাদিক নিয়ে শুরু হয় এই পথচলা। পরে যুক্ত হন আরো কয়েকজন প্রতিশ্রুতিশীল অভিজ্ঞ সাংবাদিক। তাদের মেধা, মনন এবং সৃজনশীল সাংবাদিকতায় অজস্র পত্রিকার ভিড়ে দৈনিক সমাজের কথা পাঠকের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। সত্য আর সুন্দরের পক্ষে এবং অন্যায়, অসত্য অকল্যাণ ও অসুন্দরের বিরুদ্ধে পত্রিকাটি সব সময়ই সোচ্চার। আর আগামীতেও একই অবস্থানে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দৃঢ় প্রত্যয় নিয়েই নিরপেক্ষতা এবং ন্যায়বোধের আদর্শে অটল সমাজের কথা। বিগত পনের বছরে প্রিয় দেশ এবং স্বদেশবাসী তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা ও কণ্ঠস্বরকে তুলে ধরেছে সমাজের কথা। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দাঁড়িয়েছে সগৌরবে। এ কারণেই সমাজের কথার সাথে পাঠকদের প্রত্যাশা অসীম।
যদিও আমরা জানি হয়তো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ব্যবধান রয়ে গেছে। সেটি স্বীকার করতে আমাদের কোনো কার্পন্য নেই। এ ব্যবধান স্বীকার করে তা ঘুচিয়ে নিতেই আমাদের নিরন্তর সংগ্রাম। তবে সাধ ও সাধ্যের দূরত্বের অন্যতম কারণ নানা সঙ্কট আর সীমাবদ্ধতা। মফঃস্বল শহর থেকে একটি রঙিন দৈনিক নিয়মিত প্রকাশ করে তা পাঠকপ্রিয় করে তুলতে কঠোর পরিশ্রমের পাশাপাশি বিপুল বিনিয়োগ করতে হয়। তারপরও মাসের পর মাস টানতে হয় লোকসানের ঘানি। সরকারি যৎসামান্য যে বিজ্ঞাপন মেলে, তার মূল্যহারও বেশি নয়। আর বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রেও রয়েছে ‘অসুস্থ’ প্রতিযোগিতা। তারপরও মফঃস্বলের একটি জেলা শহর থেকে পত্রিকা প্রকাশনার সংগ্রামের আঁচ আমরা পাঠককে স্পর্শ করতে দেইনি। বরং সবসময় ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় সংবাদের সমাহার আর চমৎকার অঙ্গসজ্জায় প্রতিদিন খবরের কাগজটি পাঠকের হাতে তুলে দিতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।
তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে পিছিয়ে নেই সমাজের কথাও। পাঠকের চাহিদা পূরণে আমাদের অভিযাত্রায় রয়েছে অনলাইন ভার্সন। এখন ঝকঝকে কাগজে প্রকাশনার পাশাপাশি সমাজের কথার ওয়েবসাইটেও পাঠকরা পাচ্ছেন তরতাজা সব খবর। সমাজের কথা অনলাইন এখন ২৪ ঘণ্টাই তৎপর রয়েছে। পাশাপাশি রয়েছে ই- পেপারও। সর্বশেষ সমাজের কথায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া। ইউটিউব, ফেসবুকেও সগৌরবে এগিয়ে চলেছে সমাজের কথা।
আমরা জানি, কালের পরিক্রমায় সাংবাদিকতা ও সংবাদপত্রে এসেছে অনেক বৈচিত্র্য। প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্যনতুন আঙ্গিক। সমাজের কথাও সেই নতুন ধারাকে ধারণ করে এগিয়ে যাবে, তুলে আনবে মাটি-মানুষের আরও জীবনঘনিষ্ঠ খবর। সমাজের কথার কর্মীদের এই নিরন্তর প্রচেষ্টা শুধুই পাঠকদের জন্য। তাই আমাদের পথচলাকে আরও সুদীপ্ত ও সমৃদ্ধ করতে চাই আপনাদের অকুণ্ঠ ভালবাসা, মূল্যবান পরামর্শ এবং সর্বোপরি গঠনমূলক সমালোচনা। জন্মদিনের শুভক্ষণে আমাদের প্রত্যাশা ‘থাকুন সমাজের কথা’র সাথে।