নিজস্ব প্রতিবেদক: যশোরে সংবাদপত্র পরিবেশক ও তাদের পরিবারবর্গের প্রায় দু’শ সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) যশোর শাখা এই চিকিৎসা সেবা দিয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বিপিএমপিএ যশোরের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ’র সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দন’ নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু। এছাড়াও যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ হোসেন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম আসলাম উদ্দীনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা সুমাইয়া আক্তার লিমা বলেন, তিনি দাঁতের ও হাড়ের ডাক্তার দেখিয়েছেন। আর তার মেয়েকে শিশু ডাক্তার দেখিয়েছেন। তিনি আরও জানান, এখানকার চিকিৎসকরা সবকিছু ভালোভাবে শুনে পরামর্শ দিয়েছেন ও ফ্রি ওষুধ দিয়েছেন। বাইরে ডাক্তার দেখাতে হলে যে টাকা খরচ হতো সেই খরচ ছাড়াই আমরা ভালো সেবা পেয়েছি।’
আরেক সেবাগ্রহীতা ওলিয়ার রহমান বলেন, আমি চোখের ডাক্তার দেখিয়েছি। এখান থেকে ওষুধ দিয়েছে আর যদি চশমার প্রয়োজন হয়, তাহলে চশমাও দেবেন। যারা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলহজ হোসেন বলেন, বিপিএমপিএ’র উদ্যোগে হকার্স ইউনিয়নের সদস্য ও পরিবারের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় ইউনিয়নের সদস্যরা অনেক খুশি। আমাদের আশা, এ সেবা দীর্ঘ মেয়াদীভাবে অব্যাহত থাকবে।
বিপিএমপিএ যশোরের সাভাপতি মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা বলেন, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ও পরিবারের সদস্যদের বিনামূল্য আমরা চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দিয়েছেন। হকার্স ইউনিয়নের সদস্যদের এই জন্যে বেছে নিয়েছি। পত্রিকার হকাররা অত্যন্ত গরীব। তাছাড়া এরা অনেক পরিশ্রম করে মানুষের বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেয়। আজকে মানুষ পত্রিকা থেকে অনেক দূরে সরে গেছে। এই কারণে এসব হকাররা দিনদিন অভাবগ্রস্ত হচ্ছে। আমরা এ সেবা অব্যাহত রাখবো।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া বিশেষজ্ঞরা হলেন, চক্ষু ডা. জাহিদুল করিম, মেডিসিন ও বক্ষব্যাধি ডা. প্রভাত কুমার নাথ, গাইনি ডা. প্রকাশ চন্দ্র মজুমদার, মেডিসিন ও সার্জারি ডা. নাসির উদ্দীন, শিশু ডা. জেসমিন সুমাইয়া, চক্ষু ডা. লুৎফুর নাহার ইমা, অর্থোপেডিক ডা. প্রদীপ চন্দ্র সূত্রধর, ডেন্টাল ডা. মতিউর রহমান সোহাগ ও ডা. আনোয়ার হোসেন।