নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে যশোরের র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক চত্বরে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন।
"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস প্রমুখ।
র্যালিতে যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।