সমাজের কথা ডেস্ক : আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী এবং সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা অং সান সু চিকে । এবারো তাকে সাজা দেওয়া হয়েছে দুর্নীতিতে জড়িত থাকার দায়ে।
সেনা শাসিত মিয়ানমারের একটি আদালত আজ ৩০ ডিসেম্বর সু চির বিরুদ্ধে এই রায় দেয়। বার্তাসংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
বার্তাসংস্থাটি জানায়, সু চির কারাদণ্ডর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তথ্যদাতা সূত্রটি তার পরিচয় প্রকাশ করতে চাননি। অপরদিকে সু চির বিরুদ্ধে রায়ের ক্ষমতাসীন জান্তার মুখপাত্রের মন্তব্যের জন্য চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই সাজাসহ
গত বছরের ডিসেম্বর থেকে মিয়ানমারের সামরিক আদালতে এ পর্যন্ত সু চিকে অন্তত ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক জান্তার অধীনে হওয়া সু চির বিচারকে প্রত্যাখ্যান করে আসছে।
উল্লেখ্য, দেশটির সামরিক বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে । এরপর অং সান সু চিসহ বন্দি করা হয় তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে। #
#
#