নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তি, শৃংখলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ ে¯¬াগানে বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ হয়।
সমাবেশ থেকে আসন্ন দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার তিন শতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ—মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, 'আনসারদের কর্ম দক্ষতা ও কাজের পরিধি অনেক বেশি। তারা আইন—শৃংখলা রক্ষার পাশাপাশি, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত। তাই সরকারের কাছে আমাদের দাবি এই বাহিনীর নিজস্ব স্বকীয়তা দেওয়ার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আগামীতে আমরা এর সুফল পাবো। এসময় তিনি আসন্ন দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ভিডিপি—প্রশিক্ষণ) মোহম্মদ আমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপ—পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ—পরিচালক আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আনসার ও প্রতিরক্ষা বাহিনী মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী।
বাঘারপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুড়ামনকাটি ইউনিয়নের দলনেত্রী রিক্তা খাতুন। অনুষ্ঠানের শেষ পর্বে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ও কাজের গতিশীলতা আনায়নে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ৪০টি বাইসাইকেল, ৩টি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।