ক্রীড়া ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে আশা জাগিয়েও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। দু’বার এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে ৩-২ গোলে হেরে নক আউট পর্বে যাওয়া হচ্ছে না সাইফুলবারী টিটুর দলের।
রবিবার কম্বোডিয়ার নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। ষষ্ঠ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। অপু রহমানের লম্বা থ্রোয়িং গোলমুখের জটলায় এলে ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি আফগান কিপার আব্দুল রাহেম। চলন্ত বলে বাঁ পায়ের দারুণ সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন মিঠু চৌধুরী। তবে ২৯ মিনিটে আফগানিস্তান ঠিকই সমতায় ফিরেছে। মধ্যমাঠের একটু সামনে থেকে বাংলাদেশের গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান ইয়াসের শাফি। একটু এগিয়ে থাকায় তার নাগাল পাননি বাংলাদেশ কিপার আলিফ রহমান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিড পুনরুদ্ধার করেন মোর্শেদ আলী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার কয়েক পা ঘুড়ে চলে আসে ডান দিকে ফাঁকায় দাঁড়ানো মোর্শেদের কাছে। সাইডভলিতে গোলের আনুষ্ঠানিকতা সাড়েন তিনি। ৫৫ মিনিটে অপুর আরেকটি দারুণ কর্নারে শফিক রহমানের হেড কোনওমতে আয়ত্বে নেন আফগান কিপার। নইলে ব্যবধান আরও বাড়তো।
৬২ মিনিটে সতীর্থের ক্রসে ভালো জায়গায় বল পেয়েও হেডে গোল করতে পারেননি অধিনায়ক নুরুল হুদা ফয়সাল। ৬৪ মিনিটে ফের সমতা ফেরায় আফগানিস্তান। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে নাওইন মাহবোবির শট দারুণভাবে ফেরান আলিফ। তবে ফিরতি বলে মোহাম্মদ মিলান নুরির প্লেসিং আর রুখতে পারেননি বাংলাদেশ কিপার।
৭০ মিনিটে ডিফেন্ডার মিঠু চৌধুরীর ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাহবোবির সঙ্গে বল দখলের লড়াইয়ে জেতেন মিঠু। কিন্তু বক্স থেকে সেটা ক্লিয়ার করতে দেরি করে ফেলেন। মাহবোবি সেই বল পাস দেন আরস আহামাদিকে। চলন্ত বল জালে জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তিনি। তাতে শুরুর দিকে জয়ের সুবাস পাওয়া বাংলাদেশের হার নিশ্চিতের পাশাপাশি নক আউটের স্বপ্নও চূর্ণ হয়েছে।