উবাই বিন কাব রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘এই উম্মতকে (মুহাম্মাদি) দ্বীনের মাধ্যমে আল্লাহর কাছে সম্মান ও মর্যাদার সুসংবাদ দাও।
আর সুসংবাদ দাও পৃথিবীতে আধিপত্য লাভের। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে আখিরাতের কাজ করবে, পরকালে তার জন্য কোনোই অংশ থাকবে না।’
আহমাদ, ইবনে হিব্বান, হাকেম ও বাইহাকি, সহিহ তারগিব ওয়াত তাহরিব-২৩