সমাজের কথা ডেস্ক : মাঝ-আকাশে উড়ন্ত অবস্থায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র এলাকায় ২ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তাদের মধ্যে ২ শিশুসহ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা সংস্থাগুলো জানায়, ওই এলাকায় সমুদ্রের ওপরে হেলিকপ্টারে চড়ে চক্কর দেওয়া পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। ২ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় হেলিকপ্টারে চড়ে চক্কর দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, সেখানে একটি হেলিকপ্টার নেমে আসছিল, ঠিক একই সময়ে উড্ডয়ন করছিল অপর একটি হেলিকপ্টার। এ সময়স দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন, আরও অন্তত ৯ যাত্রী । তাদের মধ্যে ২ শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক।