নিজস্ব প্রতিবেদক : শুক্রবার যশোর শহরের পূর্ববারান্দী মোল্যাপাড়া আমতলা এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৫০) নামে একজনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ইদ্রিস আলী একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ইদ্রিস আলী প্রতিবেশির ৮ ও ১১ বছর বয়সের দুই শিশু কন্যাকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। তাদের ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিলে ৮ বছরের শিশুটি ভয় পেয়ে যায়। এরই মধ্যে ইদ্রিস আলী ১১ বছরের শিশুর পরণের কাপড় জোর করে খোলার চেষ্টা করেন।
এ সময় ৮ বছরের শিশুটি দরজা খুলে দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। এক পর্যায়ে ১১ বছরের শিশুটি ইদ্রিস আলীকে ধাক্কা মেরে ফেলে ঘর থেকে পালিয়ে যায়। এরই মধ্যে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে যায়। ফলে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত ইদ্রিস আলী বাড়ি থেকে পালিয়ে যান। পরে দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরে এলে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই জয় বালা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।