সমাজের কথা ডেস্ক : নিজেকে অনেক আগেই অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। তবে বাঙালি দর্শকরা আজও মনে রেখেছেন উত্তম কুমারের নায়িকাকে। অভিনেত্রীর বাইরেও তার আরেক পরিচয় তিনি বলিউড অভিনেত্রী কাজলের মা। আজ তার ৮০তম জন্মদিন।
অনেকে বলেন, বলিউডে যে সম্মান পাওয়ার কথা ছিল তার, তা যেন পুরোটা পাওয়া হল না। দুই প্রজন্মের দুই জনপ্রিয় নায়িকার ছায়ায় ঢাকা পড়ে গেল তনুজার স্বাতন্ত্র। একদিকে, বলিউডের স্বর্ণ যুগের অন্যতম জনপ্রিয় নায়িকা নূতনের বোন, অন্যদিকে প্রায় ৩ দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী কাজলের মা, এই দুই পরিচয়ই যেন তনুজার জীবনে কাল হয়ে দাঁড়াল।
ক্যারিয়ারে অসংখ্য ছবি করেছেন তনুজা। তবে হিন্দির চেয়ে বাংলায় তার অনুরাগীর সংখ্যা বেশি। ‘আদালত ও একটি মেয়ে’, অ্যান্টনি ফিরিঙ্গি, ‘দেয়া—নেয়া’, প্রতিটি ছবিতেই নিজের স্বকীয়তা বজায় রেখেছিলেন অভিনেত্রী। হিন্দিতে ‘অনুভব’, ‘জুয়েল থিফ’, ‘দুশমন’ সহ বহু হিট ছবির নায়িকার ভূমিকায় উজ্জ্বল তনুজার নাম।
শুধু হিন্দি বা বাংলা ছবিতেই নয়, মারাঠি এবং গুজরাটি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তনুজা। এক সাক্ষাৎকারে তনুজা একবার বলেছিলেন, ‘আমি যখনই যে চরিত্রে অভিনয় করি হৃদয় দিয়ে করার চেষ্টা করি’।
তনুজার জন্মদিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন মেয়ে কাজল। সেখানে কাজল বলছেন, ‘শুভ জন্মদিন মা, আমাকে যা যা শিখিয়েছ তার জন্য ধন্যবাদ শব্দটা যথেষ্ট নয়। আমার গোটা জীবনে তুমি অন্যতম বড় উদাহরণ হয়ে থেকেছে সব সময়েই। এখনও তোমার থেকে অনেক কিছু শিখি।’
এই ভিডিওতে এরপরই তনুজার বেশ কিছু সাক্ষাৎকারের অংশ দেখা যায়। মেয়ে এবং বোনের জন্য যে তিনি বরাবরই গর্বিত একথা তিনি বহুবারই বলেছেন নানা সাক্ষাৎকারে। তনুজার কথায়, ‘আমি ফিল্ম পরিবারে জন্মেছি এবং বড় হয়েছি। সেই কারণে এই ইন্ডাস্ট্রি আমার কাছে পরিবার।’