ক্রীড়া ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার বিকালে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে।
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছর দ্বিপাক্ষিক সিরিজে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সবগুলো ম্যাচ হেরে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের।
বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টেস্ট ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এমনিতেই ঘরের মাঠে টেস্টে ফরম্যাটে বাংলাদেশ বেশ ভালো দল। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের রেকর্ড বেশ ভালো।
আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। এখান থেকে পুরো দল চলে যাবে সরাসরি সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে।