সমাজের কথা ডেস্ক : দামের দিক দিয়ে এবারের আইপিএল নিলাম ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। এই আসরের আগে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কেনা হয়েছিল ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকে। গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের দিন প্রথমে তার রেকর্ড ভাঙেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
এবারের আইপিএল নিলামে সবচেয়ে বড় দরপতন হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। দাম ছিল ১০ কোটি ৭৫ লাখ রুপি। এবার তাকে ছেড়ে দেয় কলকাতা। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও পরে তাকে চেন্নাই কিনে নেয় ৪ কোটি টাকায়। অর্থাৎ, শার্দূলের দাম কমেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি।
দাম কমেছে ব্যাটার মণীশ পাণ্ডেরও। গতবছর দিল্লি ক্যাপিটালসে থাকা এই খেলোয়াড়ের দাম ছিল ৪ কোটি ৬০ লাখ রুপি। আর এবার তাকে কলকাতা কিনেছে মাত্র ৫০ লাখ রুপিতে। প্রায় ৪ কোটি ১০ লাখ রুপি দাম কমেছে তার।
এবারের আইপিএল নিলামে কার্তিক ত্যাগীর দাম করেছে প্রায় ৩ কোটি ৪০ লাখ রুপি। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে থাকা ত্যাগীর দাম ছিল ৪ কোটি টাকা। এবার গুজরাট টাইটান্স তাকে কিনেছে মাত্র ৬০ লাখ রুপিতে।
আগের বছরের তুলনায় ৩ কোটি ৭০ লাখ রুপি কমে খেলতে হবে পেসার চেতন সাকারিয়াকে। গত বছর দিল্লি ক্যাপিটালসে ৪ কোটি ২০ লাখ রুপি দামে ছিলেন তিনি। এবার তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।
ওপরের চারজনের মতো অত বেশি না হলেও দাম ক্ষমেছে তামিলনাডুর ক্রিকেটার শাহরুখ খানেরও। পাঞ্জাব কিংসের হয়ে এই আগ্রাসী ব্যাটার পেতেন ৯ কোটি রুপি। এবার ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।