ক্রীড়া ডেস্ক : জাতীয় দাবার ৪৮ তম আসরে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দ্বাদশ রাউন্ডে আজ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। পল্টনের দাবা ফেডারেশন কক্ষে বিকাল ৩টায় খেলার শুরু থেকে অস্বস্থি বোধ করছিলেন। প্রায় ৬টার দিকে জিয়া চেয়ার থেকে পড়েও যান। প্রতিদ্বন্দ্বী রাজীবের গাড়ীতে করেই দ্রুত বারডেম ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে গিয়ে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে বাঁচানো যায়নি। সন্ধার ঠিক আগে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। ৫০ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন দেশের তারকা দাবাড়ু।
হাসপাতাল থেকে স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য ক্রন্দনরত অবস্থায় বলেন,‘ জিয় আর নেই। ওকে বাঁচানো গেল না।’
দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনার বিবরন দিতে গিয়ে জানালেন,‘জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পরযন্ত মৃত ঘোষণা করেছেন।’
হাসপাতালে সতীর্থ অনেকেই ভীড় করছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হাসপাতাল থেকে বলেছেন,‘হাসপাতালে জিয়া ভাইকে আনা হয়েছে অনেক সময় হলো। ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করেছেন। তবে ভাবীর মন তো আর মানছে না।’
নিয়াজ মোর্শেদের পর জিয়াউর রহমান ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর আগে ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান। স্কুল জীবন থেকে দাবায় সম্পৃক্ত হয়েছিলেন। ২০২২ সালে একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে ৪৪তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস তৈরি করেছিলেন।
এছাড়া জিয়াউর রহমান জাতীয় দাবা সহ দেশে-বিদেশে অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন।