ক্রীড়া ডেস্ক : বন্দর নগরি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপট দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ জিতলো বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দেওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে টাইগাররা। ১২ বল হাতে রেখে ৬ উইকেটের নড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলেন তারা।
১৮তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানকে মাঠের বাইরে মেরে দলকে জেতান সাকিব। ২৪ বলে ৬ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। অপর প্রান্তে আফিফ হোসেন অপরাজিত ছিলেন ১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৭.৫ ওভারে ১৫৮/৪
ইংল্যান্ড ২০ ওভারে ১৫৬/৬।
বাংলাদেশ জয়ী ৬ উইকেটে ।
।