কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সভাপতি পিকুল আলমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া সম্পন্ন করে পুরস্কার না দেওয়া, নিয়মিত মাসিক মিটিং না করা, শিক্ষার মান খারাপ হওয়া, কম্পিউটার অপারেটর নিয়োগে দুর্নীতিসহ নানা অনিয়মের বিষয়ে ২২ ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ দেন ওই স্কুলের দুই অভিভাবক সদস্য হান্নান মোল্যা ও ওহিদুল মোল্যাসহ কয়েকজন অভিভাবক।
লিখিত অভিযোগে অভিভাবক সদস্য হান্নান মোল্যা ও ওহিদুল মোল্যা বলেন, গত ১০ ও ১১ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলেও শিক্ষার্থীদের এখনো পুরস্কার বিতরণ হয়নি। কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করেও পিয়াল নামে একটি ছেলেকে চাকরি দেয়া হয়েছে।
এ সময় হাচলা গ্রামের অভিভাবক আব্দুল হান্নান ও আরেক অভিভাবক ডা. মেহেদী হাসান বলেন, আমরাও ঐতিহ্যবাহী এ স্কুলটির ছাত্র ছিলাম। কিন্তু পড়াশুনার মান আগের মত নেই।
এ বিষয়ে স্কুলের সভাপতি মোঃ পিকুল মোল্যা বলেন, অভিযোগকারী অভিভাবক সদস্যরা স্কুল উন্নয়নে কি ভূমিকা রেখেছেন বা কিভাবে মান ভাল করা যায় সেদিকে নজর রাখার নির্দেশ দেন এবং পজেটিভ দিকগুলো তুলে ধরার আহ্বান জানান। স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে এভাবে বিশৃংখলা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাসের নিকটাত্মীয়ের মৃত্যু হওয়ায় স্কুলে অনুপস্থিত থাকায় এ বিষয়ে ফোনে কথা হলে তিনি জানান, স্কুলের কমিটির মধ্যে গ্রুপিং চলে আসায় মাসিক মিটিং নিয়মিত হয়না। এছাড়া শিক্ষার্থীদের ভর্তি ও বেতন কমিয়ে দেওয়া এবং স্কুলের বন্দোবস্তকৃত জমি নবায়ন না করা আয়ের উৎস কমে গেছে। যার ফলে আমার শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছেনা। আর কম্পিউটার অপারেটর নিয়োগের বিষয়টি প্রক্রিয়া অনুযায়ী হয়েছে বলে তিনি দাবি করেন।