ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখালো বাংলাদেশ। নিউ ইয়র্কের দুর্বোধ্য পিচে এবার ব্যাটারদের পরীক্ষা। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১১২ রানে আটকে দিয়েছে তারা।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে তানজিম হাসান সাকিবের বোলিং তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৩ রানে চার উইকেটের তিনটিই তার শিকার। এরপর আইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ৭৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। সেট হওয়া দুই ব্যাটারকে ডেথ ওভারে ফেরায় বাংলাদেশ। তারপর শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের আঁটসাঁট বোলিংয়ে চার রানের বেশি হয়নি। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ক্লাসেন।
তানজিম চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। মোস্তাফিজও সমান রান দিলেও ছিলেন উইকেটশূন্য। তাসকিন আহমেদ ২ উইকেট দেন ১৯ রান দিয়ে। আগের ম্যাচের সেরা খেলোয়াড় রিশাদ হোসেন ছিলেন খরুচে। ৪ ওভারে ৩২ রান দেন তিনি। মাহমুদউল্লাহ তিন ওভার করে দিয়েছেন ১৭ রান।
মিলারের স্টাম্প ভাঙলেন রিশাদ
আইনরিখ ক্লাসেনের পর আরেক সেট ব্যাটার ডেভিড মিলারের পতন হলো। রিশাদ হোসেনের কাছে বোল্ড হন এই ব্যাটার। ১৮.২ ওভারে ১০৬ রানে ৬ উইকেট পড়লো তাদের। মিলার ৩৮ বলে একটি করে চার ও ছয়ে ২৯ রান করেন।
মিলার-ক্লাসেনের শক্ত জুটি ভাঙলেন তাসকিন
নেদারল্যান্ডস ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডেভিড মিলার হাল ধরেছেন। বাংলাদেশের সামনে তার সঙ্গে প্রতিরোধ গড়েছেন আইনরিখ ক্লাসেন। ২৩ রানে চার উইকেট হারানোর পর এই দুজনে মিলে শক্ত প্রতিরোধ গড়েন। অবশেষে ক্লাসেনকে বোল্ড করে তাদের আলাদা করলেন তাসকিন আহমেদ। ১৮তম ওভারে বোল্ড হন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ৭৯ রানের জুটি গড়ার পথে ক্লাসেন করেছিলেন ৪৬ রান। ৪৪ বলে ২ চার ও ৩ ছয়ে এই রান করেন তিনি। ১৭.৩ ওভারে ১০২ রানে প্রোটিয়াদের পঞ্চম উইকেট পড়লো।