২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ। একপেশে সেমি-ফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে আব্দুল জলিলের দল।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার সেমি-ফাইনালে থাইল্যান্ডকে ৪১-১৮ ব্যবধানে হারায় বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়ার ৫৯-১৯ পয়েন্টে জিতেছিলেন আরদুজ্জামান-জিয়ারা।

নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে গ্রুপ সেরা হয় দল।

সেমি-ফাইনালে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ড। কিন্তু শুরুতে একের পর এক পয়েন্ট তুলে তাদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ২৩-৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে বিরতিতে যান আরদুজ্জামান-জিয়ারা।

বিরতির পরও দাপট ধরে রেখে অনায়াসে জয় তুলে নেয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের রেইডার আরদুজ্জামান মুন্সি।

দিনের দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে কেনিয়াকে ৯-৫ পয়েন্টে হারায় নেপাল। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৫০-৫০ সমতায়। সোমবার শিরোপা লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram