শীতের রোদ বেশ আরামদায়ক। কিন্তু তাই বলে কিন্তু ট্যানের ঝুঁকি এড়ানো যায় না। সানস্ক্রিন ব্যবহারের পরেও অনেক সময় রোদে পুড়ে যায় ত্বক। রোদে ত্বক কালচে হয়ে গেলে ঘরোয়া কিছু ফেস প্যাকের সাহায্য নিতে পারেন।
* আলু টুকরা করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলার টুকরা আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকর।
* বেসন এবং সামান্য দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখ ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন। তারপর এই মিস্রমতি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন।
* টমেটো স্লাইস করে কেটে রোদে পোড়া ত্বকে ঘষে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
* কফির গুঁড়া এবং সামান্য নারকেল তেল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। মুখে লাগিয়ে ভালো করে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন।
* চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া লালচে ভাব দূর হবে।
* কয়েকটি গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পোড়া ত্বকে ঠান্ডা টি ব্যাগ ধরে রাখুন কিছুক্ষণ। নিয়মিত করলে রোদে পোড়া ভাব কমে যাবে।
* অ্যালোভেরা জেল সরাসরি লাগান রোদে পোড়া ত্বকে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তুলার টুকরা মিশ্রণে ডুবিয়ে চেপে চেপে লাগান রোদে পোড়া ত্বকে। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন এভাবে।