তহীদ মনি
তোমার আমার একই আকাশ
সুখে থেকো ভালো থেকো —থেকো তুমি জীবনভর
তোমার আমার একই আকাশ নাইবা হলো একই ঘর্।।
এক পৃথিবী একটি জীবন দেখতে দেখতে হবে শেষ
সূর্য বেলা দেখার আগে সাদা হবে মাথার কেশ
তবু কেনো মিছিা মিছি থাকা থাকি কাছাকাছি
নদীর স্রোত গেলে মুছে পড়ে থাকে বালু চর।।
স্বপ্ন ছিল আশা ছিল মনের বুকের ভাষা ছিল
অন্ধ মেঘে অবেলাতে সোনার সকাল ঢেকে দিল।।
একই আশা ভালোবাসা কতো ছিল মাখামাখি
সকাল সন্ধ্যা দু'জন যেনো একই ডালে দু'টি পাখি
হঠাৎ একটা দারুন ঝড়ে সবই দিল ছিন্ন করে
(তবু) মনের মানুষ মনেই থাকে সে হয় না কভু পর।।