ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। জেসকো গিভার্দিওল ম্যাচের ৭ম মিনিটেই ক্রোয়েট সমর্থকদের উল্লাসে মাতান। পেরিভিচের ফ্রি কিক থেকে ডি বক্সের ভেতর বল পেয়ে দলকে লিড এনে দেন এই ডিফেন্ডার। তবে গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মরক্কো। যার ফলে দুই মিনিটের মাথায় সমতায় ফেরে মরক্কো। ডি বক্সের বাহির থেকে জিয়াচের নেয়া ফ্রি কিক থেকে গোল করেন দলকে সমতায় ফেরান ডিফেন্ডার আশরাফ দারি। তবে
থেমে ছিল না ক্রোয়েশিয়াও। তারই ফল হিসাবে ৪২ মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে মরক্কো।
লিভাজার থেকে পাওয়া বল জালে ঠেলে দিয়ে ব্যবধান বাড়ান মিসলাভ অরসিচ। আর তাতেই লিড নিয়ে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।