নিজস্ব প্রতিবেদক : লেখক সালমান পারভেজ সবুজ’র উপন্যাস ‘তৃতীয় পৃথিবীতে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় যশোর প্রেসক্লাবে এ উপলড়্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। তিনি বলেন, লেখক সালমান পারভেজ সবুজ তার এ উপন্যাসে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। যেমন আমরা দেখি ব্যবসা অথবা কৃষকদের পণ্য থেকে অজানা তৃতীয় ব্যক্তি অধিক পরিমাণ লাভ করে। আসলে এ তৃতীয় ব্যক্তিটাকে এ বিষয়েই ফুটিয়ে তুলেছেন।
তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন পরিবারের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপন্যাস পড়তে হতো। কারণ উপন্যাস পড়লে লেখাপড়া ভালো হবে না তাই। আজ নতুন প্রজন্ম বই পড়া থেকে বিমুখ হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বই পড়তে যতো না আগ্রহী, তার চেয়ে বেশি আগ্রহ মোবাইল ফেসবুকে।
তিনি নতুন প্রজন্মকে বইমুখি হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ এবং তালবাড়ীয় কলেজের অধ্যড়্গ ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মালিহা এবং তাবাস্সুম।