সমাজের কথা ডেস্ক : নির্বাচনের পর জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাঁড়া দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
২৮ জানুয়ারি রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে বিভিন্নস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষনেতারাও অংশ নেবেন বলে আভাস পাওয়া গেছে।
উল্লেখ্য, বেগম রওশন এরশাদের ভাষ্যমতে দ্বাদশ সংসদ নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় নিজ স্বার্থ ত্যাগ করে ভোটে অংশ নেননি।