সমাজের কথা ডেস্ক : স্বপ্নের ফুটবল খেলছেন মেসি । ক্যারিয়ারের শেষ বেলাতে এসেও বল পায়ে ছড়াচ্ছেন দ্যুতি ! শেষটাতে এসে যেন নিজেকে আরো উজাড় করে দিচ্ছেন তিনি। তাই সেমিফাইনালেও সেরা হয়েছেন তিনিই । বয়স ৩৫ ছাড়িয়েছে, তাই কাপ শিরোপা জেতার যে এটাই শেষ সুযোগ। সে সুযোগ কী কেউ হাত ছাড়া করে ? গতরাতে তার ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে তিনি যেমন গোল করেছেন, তেমনি করিয়েছেনও! মেসির এমন মুগ্ধ করা ফুটবল দেখে আবেগ ধরে রাখতে পারেন নি লুইস সুয়ারেজ। প্রাক্তন ক্লাব সতীর্থ ও বন্ধুকে স্যালুট জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উরম্নগুয়ের এই কিংবদšিত্ম লিখেছেন, ‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা। এটা দেখাতে গিয়ে কখনও ক্লাšত্ম লাগেনা। তোমার জন্য গোটা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ফুটবলের জন্য তোমার অবদান অসাধারণ বন্ধু আমার ।’
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাতের খেলায় আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। আর এই জয়ে তারা পৌছিয়েছে স্বপ্নের ফাইনালে। সেই সুবাদে দল এখন পাচ্ছে শিরোপার সুবাস। ১৯৮৬ সালের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রাšেত্ম লাতিন জায়ান্টরা।
#