অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব—৬ ও স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালে অভিযান চালানো হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কর্তব্যরত চিকিৎসক সংকটের কারণে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, চিকিৎসক সংকট ও বিভিন্ন টেস্ট পরীক্ষার মূল্য তালিকায় গরমিল থাকায় ফাতেমা (প্রা.) হাসপাতালের বিরুদ্ধে মেডিক্যাল প্রাকটিশনারস আইন ১৯৮২ এর ১৩ (গ) ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই অপরাধে আরোগ্য সদন (প্রা.) হাসপাতালের মালিক ডা. মিলন বোসকে ৫০ হাজার টাকা এবং পর্যাপ্ত চিকিৎসক না থাকার দায়ে এলবি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কতৃর্পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার সকল বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান চালানো হবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, র্যাব—৬ যশোরের এএসপি ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিব, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও এলাকাবাসী।